সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ে সাম্প্রতিক পাহাড়ী ঢল ও ভারী বর্ষনের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী শুকনা ও অন্যান্য খাবার বিতরণ করেন সুনামগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ জেলা প্রশাসক,মোঃ জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার(১৯ মে) সকালে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী শুকনা ও অন্যান্য খাবার বিতরণ করা হয়। এসময় দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী; উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর, দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা লালা মিয়াসহ অন্যান্যরা জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য ও জেলা প্রশাসক পাহাড়ী ঢল ও ভারী বর্ষনের ফলে সৃষ্ট বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন করেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক চলতি বন্যার সময় প্রতিদিনই বৈরি আবহাওয়া উপেক্ষা করেই কাদা পানি মাড়িয়ে বন্যা দুর্গতদের পাশে হাজির হচ্ছেন। সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী সহ নানা সহায়তার আওতায় নিয়ে আসছেন। সুনামগঞ্জ বাসী এমন মানবিক জেলা প্রশাসক পেয়ে খুব খুশি। সাধারণত জন প্রতিনিধিরাই এমন করেন কোন উচ্চ পর্যায়ের আমলা এমন মহতী কাজ কমই করেন। শুধু বন্যা নয় সম্প্রীতি হাওরের ফসল রক্ষাবাঁধের কাজ মনিটরিং করতে দিন রাত হাওরে হাওরেই কাটিয়েছেন ইউএনও দের দিক নির্দেশনা দিয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে শেষ পর্যন্ত অধিকাংশ ঝুঁকিপূর্ণ বাঁধ ও রক্ষা করা সম্ভব হয়েছে। কিছু ফসল হারিয়ে বাকী ফসল কৃষকের গোলায় তুলতে পারায় সর্ব মহলের প্রশংসার পাত্র জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।