1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
বঙ্গবন্ধুর ম্যুরাল, পৌর ভবন ও শিশুপার্ক টার্গেট
বাংলাদেশ । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
ডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে কুমিল্লার লন্ডন প্রবাসীদের ইফতার ও মিষ্টি বিতরন এক মিনিটে ৮টি ক্রিম বিস্কুট খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ আবেদন । বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান অবরোধের প্রতিবাদে ইবি ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুলবাড়ী প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপি জামায়াতকে অগ্নি সন্ত্রাসের পথ ছেড়ে নির্বাচনে আসার আহবান-এমপি বাহার হত্যা মামলার রহস্য উন্মোচনে  সৈয়দপুর পুলিশের সাফল্য, গ্রেফতার ৩ কুলাউড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের তদারকি জাপার সদস্য সচিবের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ কুমিল্লায় হরতাল-অবরোধে ২২ পিকেটিং-ভাংচুর মামলা গ্রেফতার ১০৪

বঙ্গবন্ধুর ম্যুরাল, পৌর ভবন ও শিশুপার্ক টার্গেট

শাহজাহান আলী মনন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৮৯ বার পড়েছে

বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরীসহ মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন সংরক্ষণ, বীর শহীদদের নামে রাস্তার নামকরণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং
নতুন করে করারোপ ছাড়াই নীলফামারীর প্রথম শ্রেণীর সৈয়দপুর পৌরসভা ২০২২-২৩ অর্থ বছরের ১৭১ কোটি ২৮ লাখ ৪ হাজার ১৮২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেল ৪ টায় সৈয়দপুর পৌরসভার কমিউনিটি সেন্টারের হলরুমে এ বাজেট ঘোষণা করেন মেয়র রাফিকা আকতার জাহান। এটি তার তথা পৌরসভার দশম পরিষদের দ্বিতীয় বাজেট। অনুষ্ঠানে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাজেট সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দেন তিনি।

বাজেটে পৌরকর ও রেট থেকে আয় দেখানো হয়েছে ১৯ কোটি টাকা ৬০ লাখ, বেতন-ভাতা খাতে সরকারি অনুদান ১ কোটি ৮২ লাখ টাকাসহ ৪৩ কোটি ২২ লাখ ৮ হাজার ৭৬৪ টাকা। এছাড়া নব নির্মিত সুপার মার্কেটের দোকানঘর বরাদ্দের সেলামী বাবদ ৫ কোটি, ফি বাবদ ৩ কোটি ১৮ লাখ ৩৮ হাজার, ভাড়া থেকে ৩ কোটি ৮১ লাখ, স্থাবর সম্পত্তি হতে ২ কোটি ৫০ লাখসহ অন্যান্য বিভিন্ন খাত থেকে সম্ভাব্য মোট আয় দেখানো হয়েছে ১৭১ কোটি ২৮ লাখ ৪ হাজার ১৮২ টাকা।

এর মধ্যে উন্নয়ন আয়ের খাতগুলোর উল্লেখযোগ্য হলো সরকার প্রদত্ত সহায়তা মঞ্জুরী ৪ কোটি, অফিস ভবন নির্মানে সরকারী অনুদান ১ কোটি, এমজিএসপি কর্তৃক প্রকল্প কাজের মঞ্জুরী ৮১ কোটি, আইইউআইডিপি প্রকল্প হতে রাস্তা ও ড্রেন নির্মানে ১৫ কোটি টাকা।

বরাবরের মত এবারও পৌর ভবন, শিশুপার্ক, কসাইখানা, সড়ক নির্মাণ, নর্দমা তৈরি, দুস্থদের মধ্যে অনুদান, শিক্ষা বৃত্তি, মুক্তিযুদ্ধে স্থানীয় বীর শহীদদের স্মৃতি ধরে রাখতে স্মৃতিস্তম্ভ নির্মাণ, সড়কে ফলক স্থাপনের জন্য সমপরিমাণ ব্যয় দেখানো হয়েছে ওই খাতে।

বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোখছেদুল মোমিন। অন্যদের উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, মহিলা এমপি রাবেয়া আলিমের ছেলে পেট্রো মেকানিকাল ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভি’র জেলা প্রতিনিধি সাকির হোসেন বাদল।

বাজেট সংক্রান্ত আলোচনা তথা প্রশ্নপর্বে অংশগ্রহণ করেন সাংবাদিকদের মধ্যে প্রভাষক শওকত হায়াত শাহ (সম্পাদক-সাপ্তাহিক জনসমস্যা), জসিম উদ্দীন (দৈনিক আজকের পত্রিকা), জিকরুল হক (দৈনিক ভোরের কাগজ), ওবায়দুল ইসলাম (দৈনিক ভোরের দর্পণ), সাব্বির আহমেদ সাবের (ডেইলী অবজারভার), ওয়াহেদ সরকার (দৈনিক বর্তমান), এম আর আলম ঝন্টু (প্রথম আলো),

বাজেটের উদ্বোধনী ও সমাপনী বক্তব্যে পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, সৈয়দপুর কে সিটি কর্পোরেশন করা সম্ভব না হলেও সেই মানের সেবা দিতে আমরা বদ্ধ পরিকর। ইতোমধ্যে বহুতল অত্যাধুনিক পৌর কমিউনিটি সেন্টার নির্মাণ সম্পন্ন হয়েছে। পৌর সুপার মার্কেটের কাজও এগিয়ে চলছে। একতলা শেষ, বাকি কাজ চলতি অর্থবছরেই সম্পূর্ণ করা হবে।

তিনি বলেন, এখন আমাদের মূল টার্গেট পৌরসভার নিজস্ব অত্যাধুনিক ভবন নির্মাণ এবং একটি শিশুপার্ক স্থাপন। এজন্য জমি ক্রয়ের প্রক্রিয়া চলছে। আর বঙ্গবন্ধু সড়কে ট্রাক টার্মিনাল সংলগ্ন জায়গায় পানি শোধনাগার ও ডাস্ট ডাম্পিং প্লান্ট প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পের মধ্যে ড্রেন ও রাস্তা নির্মানসহ প্রায় ২২ টি বৃহৎ প্রকল্প ২০২২-২০২৩ অর্থ বছরে বাস্তবায়ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মান। এজন্য ১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সেইসাথে মুক্তিযুদ্ধের শহীদদের নামে রাস্তাার নামকরণ সহ প্রতিটি মোড়ে তাদের ছবি সম্বলিত নামফলক নির্মাণ করা হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য বলেন, প্যানেল মেয়র-১ শাহিন হোসেন, প্যানেল মেয়র-২ আবুল কাশেম দুলু, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু। ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুর রহমান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার ১৫টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিররাসহ গণ্যমান্য নাগরিক ও এসকেএস, ব্র্যাক, ইউএনডিপি, ওয়াটার এইডসহ বিভিন্ন দাতা ও সহযোগী সংস্থার স্থানীয় কর্তাবৃন্দ।

এছাড়া সাপ্তাহিক নীলফামারী চিত্র সম্পাদক হাজী মোকসেদুল আলম, বাংলাদেশ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, মফস্বল সাংবাদিক ফোরামের নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,
পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী প্রকৌশলী মো. সহিদুল ইসলামসহ পৌর কর্মকর্তা কর্মচারীগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD