হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ই মার্চ) সকালে মুন্সীগঞ্জ সদরের সুপার মার্কেট এলাকার অঙ্কুরতি মুক্তিযুদ্ধ পাদদেশ ভাস্কর্য এর সামনে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় ক্যাম্পেইনটি উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মো. মঞ্জুরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ডিপ্লোমা চিকিৎসক সংগঠন বিডিএমএ এর সভাপতি ডাঃ তপন কুমার দাস, সাধারণ সম্পাদক ডাঃ মো. সরকার হুমায়ুন কবির।
সিনিয়র সহ-সভাপতি ডাঃ মো. নুরুল আমিন খান সোহেল, দপ্তর সম্পাদক ডাঃ মো. আল- রাব্বনী, এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ শামসুল হক হিমু, ডাঃ মোঃ মিনহাজ উদ্দিন, ডাঃ স্বপন কুমার দাস, ডাঃ বিকাশ, ডাঃ আবুল হাসান, ডাঃ মো. ফরহাদ প্রমুখ। উল্লেখ্য, উক্ত ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৩০০- ৩৫০ রোগীকে চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও রোগীর ব্লাড গ্রুপিং, ব্লাড সুগার, রক্ত চাপ এবং ওজন দেখা হয়। বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইনটি এক ঝাক নবীন ও প্রবীণ ডিপ্লোমা চিকিৎসক ও ফেমাস হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগীতায় পরিচালিত হয়।