ফেনীর তিন উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত পানিবন্দি লক্ষাধিক মানুষ।
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে ফুলগাজী ও পরশুরামের প্রতিটি গ্রামসহ ছাগলনাইয়ার নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দি হয়েছে। মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পুরনো ১২টি ভাঙ্গা স্থানসহ ২৭ টি স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিটি মুহূর্তে পানির পরিমান বাড়ছে। পানিবন্দি গ্রামের মানুষদের নৌকা বা স্পিডবোড দিয়ে উদ্ধার করা ছাড়া বিকল্প পথ নেই।
চলতি মাসের ১৭ তারিখ থেকে অতিমাত্রায় বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে মঙ্গলবার রাতে মুহুরী ও কহুয়া নদীর পরশুরাম ও ফুলগাজী বাধের ভাঙ্গা স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে মুহুর্তেই পানি প্রবেশ করে মানুষের ঘরবাড়িতে। মঙ্গলবার দিবাগত রাত থেকে পানির চাপ বেড়ে ছাগলনাইয়া উপজেলার বিস্তর এলাকা প্লাবিত হয়।
ক্ষতিগ্রস্তরা জানান, চলতি বছরের জুলাই মাসে একবার, আগস্ট মাসে দুইবার সহ ফুলগাজীতে তিনবার বন্যা হয়েছে। এতে এই এলাকায় বসবাসকারীরা পড়েছে মহাবিপদে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্যখাতে। তিনবার বন্যার পানি লোকালয়ে প্রবেশ করায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয়রা।