দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাফিক নিয়ন্ত্রণসহ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি এবার দেওয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কনে নেমেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১২ আগস্ট) পৌরএলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখা যায়, সবখানেই শিক্ষার্থীদের কর্মব্যস্ততা। কেউ দায়িত্ব পালন করছেন সড়ক নিয়ন্ত্রণে, কেউ শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে, কেউ কেউ আন্দোলনের সময় বিভিন্ন দেয়ালে লেখা বিভিন্ন ঘষে পরিস্কার কাজে আবার কেউ সেখানে লিখছেন বিভিন্ন লিখন ও আঁকছেন গ্রাফিতি।
শিক্ষার্থীরা সাথে কথা বললে তারা জানায়, শহরের গুরুত্বপূর্ণ স্থানের দেওয়ালগুলো আমরা বিভিন্ন গ্রাফিতির মাধ্যমে বর্ণিল রঙে রাঙাতে চাই। দেশের বিরত্বগাঁথা দিয়ে ভরে ফেলতে চাই। আমাদের শহরটাকে আমরা আমাদের মনের মতো করে সাজাবো। শহরের বিভিন্ন জায়গায় দেয়ালে গ্রাফিতির মাধ্যমে বার্তা পৌঁছে দিতে চাচ্ছি সবার কাছে, দেশটাকে যেন নতুনভাবে পরিচালিত করতে পারি।
শিক্ষার্থী রাকিবুল ইসলাম জানান, আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বেচ্ছায় দেওয়াল লিখন ও গ্রাফিতিতে অংশগ্রহণ করেছি। এগুলো অঙ্কনের মধ্যদিয়ে আমরা সচেতনতা বৃদ্ধি করতে চাই।