পশ্চিমাদের প্রত্যক্ষ মদদে ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের নওজোয়ান মাঠের সামনে নওগাঁ ইয়ুথ ক্লাবের ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এসময় এ সমাবেশ থেকে বাংলাদেশের পাসপোর্টে “একসেপ্ট ইসরায়েল” শব্দটা পুনরায় যোগ করার এবং ইসরাইলি পণ্য নিষিদ্ধের দাবী জানায় বিক্ষুব্ধরা।
সমাবেশে ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা সৈয়ব আহমেদ সিয়াম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনে ইজরাইলি সন্ত্রাসীরা গণহত্যা চালাচ্ছে। দেশে দেশে মানবাধিকার আর গণতন্ত্রের ভন্ডামী ফেরী করা আন্তর্জাতিক সম্প্রদায়ের কপটতা এখানে স্পষ্ট হয়ে যায়। আমাদের জেনে রাখা উচিত, গাজা পরাধীন নয়। পুরো পৃথিবীতে শুধু গাজাই স্বাধীন। তারা লড়াই করছে জালিমের বিরুদ্ধে। পরাধীন তো আমরা, যারা মাথা পেতে নিয়েছি নিও-কলোনিয়ালজমের দাসত্ব। ইসলামই এই পৃথিবীর চূড়ান্ত সমাধান। ইমাম আল মাহদীই আমাদের নেতা। হযরত উমর (রা.) আর সালাউদ্দীন আইয়ুবীর পথ ধরেই আবারো আল আকসা মুক্ত হবে, ইনশাআল্লাহ।
নওগাঁ ইয়ুথ ক্লাবের প্রচার সম্পাদক তারেক হাসান আলিফ দৈনিক কালজয়ী কে বলেন, ইসরাইলি পণ্য শুধু বয়কট করলে হবে না, আমরা বাংলাদেশে ইসরাইলি পণ্য নিষিদ্ধের দাবী জানাচ্ছি। প্রয়োজনে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশ থেকেও ইমানদার মুসলমানরা গিয়ে অংশগ্রহণ করবে।
বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে ইয়ুথ ক্লাবের সাথে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় বাংলাদেশ খেলাফত মজলিস, আল-মাওয়াদ্দাহ উলামা পরিষদ, হেফাজতে ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।