চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় ধান বোঝাই জিপ গাড়ির( চাঁদের গাড়ি ) চাপায় দুই স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে । আজ বুধবার দুপুর ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে । চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি সিএনডবি মাঠ সংলগ্ন এলাকায় সংগঠিত এই মর্মান্তিক ঘটনায় নিহত স্কুলছাত্রীরা হলেন নিশা মনি (১৮) ও মিশু আক্তার (১৬) । তারা উভয়েই ফটিকছড়ির পাইন্দং উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং পাইন্দং ইউনিয়নের বাসিন্দা ।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দুপুর বারোটার দিকে চট্টগ্রাম শহর থেকে আগত ৩ জন ট্রাফিক পুলিশ পাইন্দং পেলাগাজির দিঘির পাশে ধান বহনকারী একটি জীপ গাড়ি কে ধাওয়া করে । ধাওয়া খেয়ে জীপ গাড়িরচালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালানোর সময় দুই স্কুলছাত্রীকে চাপা দেয় । এতে ঘটনাস্থলে দুই স্কুলছাত্রী নিহত হয় ।
ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা গাছের গুড়ি ফেলে চট্টগ্রাম- খাগড়াছড়ি মহাসড়ক অবরোধের পাশাপাশি জিপ গাড়ি ও ধাওয়া কারী ট্রাফিক পুলিশের দুইটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় । এই রিপোর্ট লেখা পর্যন্ত , বিপুল সংখ্যক বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান করে বিক্ষোভ করছিল । পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।