গত ১২ মে ২০২১ ইং তারিখে এবিনিউজ২৪.কম সহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘দরজা ভেঙ্গে স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষন’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের কলমেরচর গ্রামের মৃত আজির রহমানের ছেলে বাবুল মিয়া (৫০)।
একটি লিখিত বিবৃতিতে তিনি বলেন, এবিনিউজ২৪.কম সহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে আমাকে নিয়ে যে সংবাদটি প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ,বানোয়াট,ভিত্তিহীন, ও উদ্দেশ্য প্রণোদিত। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য একটি কুচক্রী মহল এই কাজটি করেছে। যে মহিলাটিকে ঘিরে এই সংবাদ প্রকাশ করা হয়েছে মূলত সেই মহিলাটি স্বামী পরিত্যাক্তা একজন নারী। যিনি সমাজে চিহ্নিত দেহ ব্যবসায়ী। এর আগেও এলাকার ৪-৫ জন ব্যক্তির নামে এমন অভিযোগ তুলে তাদেরকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করে টাকা আদায় করেছে।
আমি মনে করি সমাজের কাছে কেবলমাত্র হেয় প্রতিপন্ন করতে ও মিথ্যা মামলায় ফাঁসানোর জন্যই এমন নোংরা ষড়যন্ত্র করেছেন ওই কুচক্রী মহলটি। উল্লেখিত ঘটনার দিন আমি আমার কর্মস্থল রৌমারী বাজারে ছিলাম।যাহার উপযুক্ত সাক্ষী ও প্রমানাদিও রয়েছে। এই ঘটনার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। প্রকাশিত সংবাদটিতে আমার সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুন্ন হয়েছে বলে আমি মনে করি। তাই আমি প্রকাশিত ওই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। সেইসাথে আপনাদের মাধ্যমে প্রশাসনের নিকট জোড়ালো আবেদন করছি ঘটনাটি যেনো সুষ্ঠু তদন্ত করা হয়।