জাম্বুরা ফলনেও সেরা জুড়ী।চাহিদা মিটিয়ে সুনামের সাথে স্থান দখল করেছে জুড়ীর জাম্বুরা।কাঁঠাল,কমলা,আনারস,লটকন ও অন্যান্য ফলের পাশাপাশি জাম্বুরাতেও সেরা মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৬টি ইউপি অধিকাংশ গ্রামাঞ্চল।জুড়ী উপজেলার পাহাড়ি এলাকাগুলোতে রয়েছে জাম্বুরার প্রচুর ফলন।
চাষ ও পরিচর্যা ছাড়াও বিভিন্ন ভাবে বীজ পড়ে জন্মায় অনেক জাম্বুরা গাছ,আর এসব গাছগুলোতে থাকেনা ফলের কোনোরূপ কমতি।প্রতিবছরই জাম্বুরার ফলন হয় যথেষ্ট।শতকরা প্রায় ৭৫ ভাগ বসতবাড়িতে রয়েছে জাম্বুরা ফলের ছোট-বড় গাছ।অন্যান্য ফলের মতো জাম্বুরা উৎপাদনে তেমন কোন পরিচর্যা ও ব্যয়ের প্রয়োজন না হলেও ফল-উপযোগী গাছগুলো,মৌসুমে ফল কানায়-কানায় ভরে যায় জাম্বুরায়।
ফলটির চাহিদা অনেক,যার জন্যে অন্যান্য ফলের তুলনায় ফলটির দাম কিছুটা কম হলেও পূর্বের চেয়ে এখন বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানান চাষীরা।ব্যবসায়ীদের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে এ ফলটি।জাম্বুরা চাষাবাদে উপকৃত হচ্ছেন চাষি ও ব্যবসায়ীরা।
সরেজমিন ঘুরে দেখা যায় স্থানীয় চাষিরা জানান,জাম্বুরা ফলের ভরা জোয়ানি ভাদ্রের শুরু থেকে আশ্বিন মাসের মাঝামাঝি পর্যন্ত।প্রতিবছরের ন্যায় ফল পাকে প্রায় শেষের দিকে।তবে দেখাশোনা করে রাখলে কার্তিক মাসের শেষ পর্যন্ত পাকা অবস্থায় ফলটি গাছেই সুরক্ষিত রাখা যায়।পাকার পর অন্যান্য ফলের মতো খুব সহজে ঝরে পড়া বা নষ্ট হয় না।
এমনকি,গাছ থেকে পারার পর যান্ত্রিক কোনোকিছুর সাহায্য ছাড়াই স্বাভাবিক ভাবে পাকা এ ফলটি এক মাসেরও বেশি সময় পুরোপুরি তাজা রাখা যায়।জাম্বুরা ফলের পুষ্টি গুণের দিকেও এগিয়ে।