পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী বেলছড়ি বিওপি এলাকায় দিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু আনার সময় ভারতীয় ৬টি গরু আটক করেছেন বিজিবি।
খেদাছড়া ৪০ বিজিবি ব্যাটালিয়ন পলাশপুর জোনের আওতাধীন বেলছড়ি বিওপির নিয়মিত টহল দল কর্তৃক একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত এর নিকট বেলছড়ি বিওপি এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬টি গরু আটক করা হয়। তবে এ ঘটনায় কোন ব্যক্তিকে আটক করতে পারেনি বিজিবি।
রবিবার(২৪ জুলাই ) সন্ধ্যা ৬.৪০মিনিটের দিকে নিয়মিত টহল চলাকালীন সময়ে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোনের বেলছড়ি বিওপির টহল দল কর্তৃক অবৈধ পথে ভারতের গরু বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে বিজিবি আটক করেন।
তিনি আরো জানান, অভিযানের সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। বর্তমানে গরুগুলো বেলছড়ি বিওপি থেকে পলাশপুর জোনে পাঠানো হয়েছে।জব্দকৃত ভারতীয় গরুগুলো কাস্টম অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আটককৃত ভারতীয় ৬টি গরুর আনুমানিক দাম তিন লক্ষ টাকা।