1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
পকেট কমিটি বাতিলের দাবী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আওয়ামীলীগের বিক্ষোভ
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পকেট কমিটি বাতিলের দাবী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আওয়ামীলীগের বিক্ষোভ

সৌরভ মাহমুদ হারুন :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৭২ বার পড়েছে
পকেট কমিটি বাতিলের দাবী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আওয়ামীলীগের বিক্ষোভ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের একটি পক্ষ দলের গঠনতন্ত্র অমান্য করে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সম্মেলন ছাড়াই উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের পকেট কমিটি গঠন করে দলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।এ অভিযোগের প্রেক্ষিতে প্রতিবাদে সোমবার (৮ নভেম্বর) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে পকেট কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের আলহাজ্ব মোঃ আবু তাহের মুক্ত মঞ্চের সামনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই প্রতিবাদ সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আবু জাহের,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সৈয়দ আব্দুল কাফি,

উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক পিপি অ্যাড. সিদ্দিকুর রহমান,মো. শাহ আলম,দুদকের সাবেক পিপি ও আইনজীবিদের নেতা অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া,মোঃ ইস্ররাফিল, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ আবু তৈ্য্যব অপি,উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ জাহিদুল আলম পলাশ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,দলের একটি পক্ষ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে সম্মেলন ব্যতীত পকেট কমিটি গঠন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে বিভ্রান্তি ছড়িয়েছে।গত ১৫-২০ বছর ধরে কোন সম্মেলন হয়নি।তারা অবিলম্বে এসব পকেট কমিটি বাতিল করে প্রতিটি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে কমিটি করার দাবি জানান।বক্তারা আরও বলেন গঠিত পকেট কমিটি দ্রুত সময়ের মধ্যে বাতিল করার আহবান জানান।কমিটি বাতিল না করলে বৃহত্তর আন্দোলন করবেন নেতা কর্মীদের স্বার্থে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD