জেলার বারহাট্টা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে শহীদ মিনার পূণঃনির্মাণ করা হয়েছে। মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে শনিবার সমাজক্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি প্রধান অতিথি হিসেবে এ শহীদ মিনারের উদ্বোধন করেন। বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাসেমের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান আনোয়ার আজাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলাম, বারহাট্টা সার্কেলের দায়িত্বপ্রাপ্ত এডিশনাল এসপি মো. সায়েদুর রহমান,
নেত্রকোনা জেলা আইনজীবি সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন মাসুদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপক কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওয়াহেদ ও সাংগঠণিক সম্পাদক আবদুল ওয়াদুদ, বারহাট্টা সদর ইউপি চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন প্রমুখ। শহীদ মিনার উদ্বোধন করতে গিয়ে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন,
শেখ ‘হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যূৎ’ কর্মসূচীর বাস্তবায়নের সুফল ভোগ করছে মানুষ। এখন বোর মওসুম, সেচের কাজ চলছে। এই সেচের জন্য সেচ কমিটির অনুমোদন নিয়ে গভীর ও অগভীর নলকূপ চালানো হচ্ছে। পাশাপাশি যার এক কাঠা (দশ শতাংশ) জায়গা আছে সেও একটি মোটর কিনে বিদ্যুৎ সংযোগ দিয়ে সেচ কাজে ব্যবহার করছে। ঘুরে ফিরে প্রধানমন্ত্রীর কথাটাই আসছে- এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। দেশের এই উন্নয়ন চলমান রাখার জন্য জননেত্রী শেখ হাসিনাকেই দরকার। এছাড়া একইদিন প্রতিমন্ত্রী বারহাট্টাক্লাবের নতুন ভবনের কাজের উদ্বোধন করেন।