মুজিববর্ষের সফলতা, দূর্যোগ প্রু¯ুÍতিতে গতিশীলতা” এই স্লোগানে নেত্রকোণায় জাতীয় দূর্যোগ প্রস্তুুতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সমনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মোক্তারপাড়া মাঠে গিয়ে শেষ হয়। পরে মোক্তারপাড়া মাঠে জাতীয় দূর্যোগ প্র¯ুÍতি দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও দুর্যোগ প্রু¯ুÍতি মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা ত্রান পূর্নবাসন কর্মকর্তা আফতাব আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।