নেত্রকোণা সদর উপজেলা ও পৌর শাখার আওয়ামী লীগ এবং জেলা যুবলীগের রোববার বিকেল হতে রাত ১১টা সময় পর্যন্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।দলীয় সূত্রে জানা যায়,তৃণমূল পর্যায়ে ত্যাগী নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে গোছানো এবং নেত্রকোণার তিনটি উপজেলা সেই সঙ্গে নেত্রকোণা সদর পৌরসভা কমিটি দ্রুত সময়ের মধ্যে গঠন করা লক্ষ্যে নেত্রকোণা সদর উপজেলা শাখা আওয়ামী লীগের উদ্যেগে নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে রোববার বিকেল হতে রাত পর্যন্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা সদর উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি এস.এম বজলুর কাদের শাহ্জাহানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জি.এম. খান পাঠান বিমলের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল,বিশেষ অতিথি ছিলেন-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এম.পি,সদস্য মারুফা আক্তার পপি,সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং,
জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়র রহমান খান,সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এম.পি,সহ-সভাপতি অধ্যক্ষ গোলাম রসূল তালুকদার,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান,যুগ্ম-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়,যুগ্ম-সাধারণ সম্পাদক নূর খান মিঠু,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার প্রমুখ।
অপরদিকে জেলা যুবলীগের সার্বিক বিষয় নিয়ে শহরের সাতপাই এলাকায় অবস্থিত নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামের হল রূমে আওয়ামী যুবলীগ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।এতে জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনির সভাপতিত্বে যুগ্ম-আহ্বায়ক দেওয়ান রনি ও যুগ্ম-আহ্বায়ক জামিউল ইসলাম খান জামির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ার্দার,বিশেষ অতিথি ছিলেন-সাংগঠনিক সম্পাদক জহির উদ্দীন খসরু সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।