1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বেদখল ১ একর ১৩ শতক জমি উদ্ধার
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বেদখল ১ একর ১৩ শতক জমি উদ্ধার

শাহজাহান আলী মনন :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৪ বার পড়েছে
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বেদখল ১ একর ১৩ শতক জমি উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ধলাগাছ পুলপাড়ায় পৌরসভার জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অবশেষে উচ্ছেদ করা হয়েছে।বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) পৌর পরিষদের উদ্যোগে ও মেয়র রাফিকা আকতার জাহান বেবী’র নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।এ সময় দীর্ঘ দিন থেকে বেদখলে থাকা এক একর ১৩ শতক জমি উদ্ধার করা হয়।

এই জমি সাংবাদিক পরিচয়ে পারভেজ নামে এক ব্যক্তি দখল করে বরাদ্দের নামে বিভিন্নজনের কাছে বিক্রির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।কোন প্রকার নোটিশ না দিয়ে এবং পূনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেছেন দখলী জমিতে বসবাসকারীরা।তারা বলেন,যেখানে বঙ্গবন্ধু কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনা গৃহহীন ব্যক্তিদের জন্য সারাদেশে ঘর নির্মাণ করে পুনঃবাসন করছেন সেখানে সৈয়দপুর পৌর পরিষদের বিনা নোটিশে এ ধরনের উচ্ছেদে আমরা মাথা গোজার ঠাই হারিয়েছি।এজন্য তারা ক্ষোভ প্রকাশ করেন।

এব্যাপারে সৈয়দপুর পৌরসভার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,প্রায় ৪০ বছর আগে বর্জ্য ব্যবস্থাপনার জন্য শহরের বাহিরে ওই এলাকায় উল্লেখিত পরিমান জমি ক্রয় করে সৈয়দপুর পৌরসভা।কিন্তু দীর্ঘ দিন এটির কোন তদারকি না থাকায় আস্তে আস্তে বেদখল হতে থাকে।স্থানীয় পারভেজ আলম নামে এক ব্যক্তির মাধ্যমে ৪০টি পরিবার সেখানে অবৈধ স্থাপনা গড়ে তোলে।

উচ্ছেদ অভিযানের সময় পৌর মেয়রের সাথে ১৫ টি ওয়ার্ডের কাউন্সিলর ও ৫ ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।পৌর মেয়র রাফিকা আকতার জাহান জানান,অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দখলকারীদের এর আগে নোটিশ দেয় সৈয়দপুর পৌরসভা।এরপরও স্থাপনা অপসারণ না করায় এ অভিযান পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD