নীলফামারীতে বিনা মূল্যে প্রবিণদের স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারী) ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও পিকেএসএফ এর আয়োজন করে। সংস্থার ‘প্রবিণদের জীবনমান উন্নয়ন কর্মসূচি’র উদ্যোগে চাপড়া সরমজানী ইউনিয়নের যাদুর হাট হাই স্কুলে এটি অনুষ্ঠিত হয়।
এতে অর্ধ শতাধিক প্রবিণ নারী-পুরুষকে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা দেয়া হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ঠাকুরগাঁও ইএসডিও শিশু ও কমিউনিটি হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মো: মনিরুজ্জামান সোলায়মান।
এসময় উপস্থিত ছিলেন ইএসডিও নীলফামারী জোনাল মানেজার মো: লোকমান হোসাইন। অন্যদের আরো উপস্থিত ছিলেন নীলফামারী সদরের এরিয়া ম্যানেজার মো: শামীম হোসেন, প্রবিণ কর্মসূচির প্রোগাম অফিসার মো: আব্দুল মোমেন, ৪নং ওয়ার্ড কমিটির সভাপতি রশিদুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারী বেড়াডাঙ্গা শাহ পাড়ায় শতাধিক প্রবিণ নারী-পুরুষকেও বিনা মূল্যে স্বাস্থ্য সেবা দেয়া হয়। (ছবি আছে)