চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে আটক ১০ জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন চৌধুরী।এসময় ২টি ইঞ্জিন চালিত নৌকা ও ১লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
জানা যায়,রাতব্যাপী মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম অভিযানে মেঘনা নদী থেকে ভোরে ২টি ইঞ্জিন চালিত নৌকা ও ১লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।মাছ ধরার অপরাধে ১০ জনকে আটক করা হয় এবং প্রত্যেককে ০১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত নৌকা দুটি কোস্টগার্ড ও মৎস্য অফিসারের জিম্মায় দেওয়া হয়।
উক্ত অভিযানে সহযোগীতা করেন চাঁদপুর সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এবং চাঁদপুর কোস্ট গার্ড।চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন চৌধুরী জানায়,জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।