নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেছেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সকলকে সম্মিলিত ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। নাীরদের শক্তি বাড়াতে সমবায়ে প্রাধান্য দিচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকার। অনেক বেকারদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আগামীতে আরো কর্মসংস্থান হবে। করোনাকালীন সময়ে সমবায়গুলো মানুষদের অনেক সহযোগিতা করেছেন বলে মন্তব্য করেন তিনি।
শনিবার দুপুরে নওগাঁয় ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা সমবায় কার্যালয় চত্বরে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সংসদ সদস্য সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামূখী গৃহীত উদ্যোগের কারনে দেশে করোনা ভাইরাসের প্রকোপ বর্তমানে অনেকাংশে কমে গেছে। এত দ্রুত সময়ে আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাবো, যা কেউ কল্পনা করতে পারেনি। যেখানে অন্য দেশগুলো এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেনি।
তিনি আরো বলেন, সরকারের প্রচেষ্টায় সমবায় সমিতি ও সমবায়ীর সংখ্যা দিন দিন বাড়ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে। দেশ ও জাতীর কল্যানে সবাইকে একসাথে কাজ করতে হবে। এদেশ আমার আপনার সকলের। সকল প্রতিকূলতায় সম্মলিত ভাবেই উত্তরণ সম্ভব।
জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ( রফিক), সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট অধ্যক্ষ-উপনিবন্ধক সেলিমুল আলম শাহিন, জেলা সমবায় কর্মকর্তা ইমরান হোসেন, নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান মাসুদ রানা।
পরে প্রধান অতিথি সুরমা মাল্টিপারপাস এর উদ্যোগে সদস্যদের মাঝে ছয়জনকে ছয়টি ছাগল এবং চিকিৎসা বাবদ ৮ জনের মাঝে দেড় হাজার টাকা করে প্রদান করেন।