নারায়নগঞ্জের রূপগঞ্জে চার মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রর্দশন করেছেন খালেক টেক্সটাইল নামে পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা ঢাকা সিলেট মহাসড়কের পাশে প্রায় ৩ ঘণ্টা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানায় প্রায় ৭০ জন শ্রমিক রয়েছেন।
কারখানার কর্মরত শ্রমিকদের মার্চ মাস থেকে চলতি মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। আজ বৃহস্পতিবার বেতন দেয়ার কথা থাকলেও বেতন দেয়নি।
শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করার জন্য বলা হলে কারখানা কর্তৃপক্ষ আগামী রবিবার পরিশোধ করবে বলে আশ্বাস দেয়। পরে শ্রমিকরা চলে যান।