নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় দাবীকৃত চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদাবাজ আরিফ।পরে মুক্তিপণ হিসাবে পঞ্চাশ হাজার টাকা আদায় করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় চাঁদাবাজ আরিফের বিরূদ্ধে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে ব্যবসায়ী আসাদ।
অভিযোগের পর আরিফসহ চাঁদাবাজদের খুঁজছে পুলিশ।ঘটনাটি ঘটেছে গত সোমবার ( ১৬ আগষ্ট) উপজেলার ভুলতা ইউনিয়ন ভায়েলা রাজন ভুইয়ার ভাড়াটিয়া বাড়িতে।অভিযোগ সূত্রে জানা যায় ব্যবসায়ী মোঃ আসাদ (২৪) ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন রসুলপুর এলাকার নূর মোহাম্মদের ছেলে।
সে ভায়েলা বাজারস্থ রাজন ভুইয়ার বাড়িতে ভাড়া থেকে,ভায়েলা বাজারস্থ জনৈক বাবুল কোম্পানির মার্কেটের নীচ তলায় সোনীয়া ফ্যাশন হাউজ নামীয় প্রতিষ্ঠান গড়ে তুলে।আর সে ওখানে দীর্ঘদিন যাবত সুনামের সাথে ব্যবসা করে আসছেন।কিছুদিন যাবত সোনাব এলাকার আঃ হান্নানের ছেলে এলাকার চিহ্নিত বখাটে উচ্ছৃঙ্খল মাদকাসক্ত ও চাঁদাবাজ আরিফ (৩২) ব্যবসায়ী আসাদের কাছে চাঁদা বাবদ ৩০ হাজার টাকা দাবী করি আসছিলো।
এই দাবীকৃত টাকা না দেয়ায় সে গত ১৬ আগষ্ট দুপুর ১২টার দিকে আসাদের বাসায় (ভায়েলা রাজনের ভাড়া বাসায়) জোর পুর্বক ঢুকে আরিফসহ অজ্ঞাত নামা ৪/৫জন সাঙ্গপাঙ্গ সাথে নিয়ে দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে ঢুকে আসাদকে তুলে নিয়ে সোনাব বন্ধে আটক করে মোবাইলে করে তার পরিবারের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ আদায় করে নেয় এবং, এ ঘটনা প্রকাশ না করার শর্তে আসাদকে ছেড়ে দেয়।