1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
নানান কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত
বাংলাদেশ । শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নানান কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত

আতিকুর রহমান:
  • প্রকাশিত: রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৬৩ বার পড়েছে
Sunamgong News 22.jpg3

আজ ০৮ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবন প্রান্ত হতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্প্রচার করা হয়।

সম্প্রচার শেষে সকাল ১১ টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জেলা প্রশাসন সুনামগঞ্জের সহযোগিতায় ভার্চুয়াল পদ্ধতিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ্‌ এমপি, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম, উপপরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল-ইমরান রুহুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, পৌর মেয়র নাদের বখতসহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যগণ।

এরপর দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অসহায় ও দু:স্থ নারীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল-ইমরান রুহুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD