সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার নাইন্দা নদীতে নাতি পাসকেল মান্নানকে সঙ্গে নিয়ে নৌকা চালালেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পরিকল্পনা মন্ত্রীর হিজল খরচ বাড়ির পেছনে নাইন্দা নদীতে তিনি নাতিকে নিয়ে নৌকা চালিয়ে বিজয়ের আনন্দে মেতে উঠেন।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার ভোর ৫টা ১০ মিনিটে সিলেট রেলস্টেশন থেকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়ির উদ্দেশ্যে সড়কপথে রওনা দেন পরিকল্পনামন্ত্রী। পরে নিজ বাড়িতে উপস্থিত হয়ে একটু বিশ্রাম নেন। সকালে নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সকাল সাড়ে ১১টায় নাতিকে সঙ্গে নিয়ে নৌকা চালিয়ে ঘুরতে থাকেন নাইন্দা নদীতে।
এ সময় পরিকল্পনামন্ত্রী নৌকা থেকে নেমে ছেলে সাদাত মান্নান অভি ও নাতি পাসকেল মান্নানের উদ্দেশে বলেন, এই অল্প একটু সময় নিজ বাড়ির পেছনের নদীতে নৌকা চালিয়ে যে কত আনন্দ তা বলে বুঝানো যাবে না। এই অল্প একটু সময়ের আনন্দই অনেক।
পরিকল্পনামন্ত্রীর ছেলে সাদাত মান্নান অভি বলেন, বাবা খুব পরিশ্রমী একজন মানুষ। তিনি যতবার শান্তিগঞ্জে আসেন তত বার নৌকা নিয়ে ঘুরতে বের হন।