নাটোরের লালপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আব্দুল করিম (দৈনিক প্রতিদিনের সংবাদ) ও সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হক (দৈনিক ইত্তেফাক) পুন:নির্বাচিত হয়েছেন।আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) লালপুর প্রেসক্লাব কার্যালয়ে এক সভার মাধ্যমে এই কমিটি করা হয়।
১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন,সহসভাপতি আমিনুল ইসলাম (পদ্মাপ্রবাহ),সহ-সাধারণ সম্পাদক গোলাপ হোসেন (দৈনিক সোনালী বার্তা) ও হাবিবুর রহমান (দৈনিক ভোরের ডাক),সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান টুটুল (দৈনিক ইনকিলাব),কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন (দৈনিক আলেকিত বাংলাদেশ),
দপ্তর সম্পাদক মহব্বত আলী (দৈনিক সকালের সময়),প্রচার সম্পাদক ইয়াছিন আলী বাবর (দৈনিক সানশাইন),সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিল্লুর রহমান (শ্রমিক আওয়াজ), সদস্য মোসলেম উদ্দিন (দৈনিক চাঁদনী বাজার),মোস্তফা বায়েজিদ কাদের (দৈনিক ঢাকা প্রতিদিন),নাহিদ হোসেন (দৈনিক ভোরের দর্পন),নেওয়াজ মাহমুদ নাহিদ (দৈনিক কালজয়ী),মেহেরুল ইসলাম (বাংলাদেশের আলো)।