নাটোরের লালপুরে রেখা খাতুন নামের এক গৃহিণীর গর্ভ থেকে এক সঙ্গে ৩ জন শিশুর জন্ম হয়েছে।শনিবার রাতে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার মুক্তার জেনারেল হাসপাতালে ওই গৃহিণীর অপারেশন মাধ্যমে ২টি পুত্র ও ১টি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে।এতে ওই গৃহিণী সহ ৩ শিশু সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানা গেছে।রেখা খাতুন উপজেলার ঢুষপাড়া গ্রামের সাগর ইসলামের স্ত্রী।
এবিষয়ে সাগর ইসলাম বলেন,আল্লাহু রাব্বুল আলামিন কে শুকরিয়া।এক সাথে ২ ছেলে ও ১ টি কণ্যা দিয়েছে এবং শিশুদের মা সহ তাঁরা সুস্থ আছে।এতে তিনি অনেক খুশি বলে জানান।এবিষয়ে মুক্তার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন জানান,লালপুরে এই প্রথম এক সঙ্গে তিন শিশুর জন্ম গ্রহণ করেছে।তিনি আরো বলেন,মা ও শিশু সহ তাঁরা চার জন সুস্থ আছে।