কুমিল্লার নাঙ্গলকোটে মোবাইলে গেমস খেলাক কেন্দ্র করে দফায় দফায় প্রতিপক্ষের হামলায় তিন জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার ঢালুয়া ইউপির চিলপাড়া ব্রীজ এলাকার পুটিজলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পুটিজলা গ্রামের মৃত. আব্দুর সোবহানের স্ত্রী হনুফা বেগম, আব্দুল খালের স্ত্রী হোসনেয়ারা বেগম ও জসিমের ছেলে কাজি মোশাররফ হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে চিলপাড়া ব্রীজের কাছে দোকানে যায় নাঈম। আগ থেকে উৎপেতে থাকা ওই গ্রামের আনোয়ারের ছেলে জুবায়ের নাঈমকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এতেও ক্ষান্ত হয়নি জুবায়ের। পরের দিন বুধবার সকালে আনোয়ার, জুবায়ের, বেলাল ও চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউপির ঝাটিয়ারখিল গ্রামের হানিফের ছেলে রিয়াজ সহ ১৮-২০ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র স্বস্ত্র নিয়ে নাঈমদের বাড়িতে হামলা চালায়। এ সময় হনুফা বেগম ও আব্দুল খালের স্ত্রী হোসনেয়ারা বেগম বাঁধা দিলে তাদের পিটিয়ে গুরুতর আহত করে।
এ বিষয়ে শুক্রবার থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত আনোয়ারের মুঠো ফোনে বার বার কল দিও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। নাঙ্গলকোট থানার উপ- পরিদর্শক আতিকুল ইসলাম বলেন,অভিযোগের তদন্ত চলছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।