নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে অভিযান চালিয়ে নয় জুয়ারি ও এক ছাগল চোরকে আটক করছে নন্দীগ্রাম থানা পুলিশ। বুধবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার পৃথক এলাকা থেকে পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জুয়ারি মোঃ শফিকুল ইসলাম (৩৬), মোঃ আব্দুল খালেক (৩৬), মোঃ আলিউল ইসলাম (৪৪), মোঃ আঃ হান্নান (৩৫), মোঃ আরিফুল ইসলাম (৪৮), মোঃ নজরুল ইসলাম (৪২), মোঃ সাগর হোসেন (২৮), মোঃ আব্দুল জলিল (৩৭), মোঃ শাহীন হোসেন (৩৬) এবং ছাগল চোর মোঃ আব্দুর রাজ্জাক (২৮)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা সোনাপুকুর গ্রামে মোঃ রাসেদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে জুয়া খেলার সামগ্রী, নগত আটত্রিশ হাজার আটশত পাঁচ টাকা ও নয় জুয়ারি এবং বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক পনের হাজার টাকা মূল্যের একটি ছাগলসহ আসামিকে আটক করা হয়।