নওগাঁয় সড়কের পাশ থেকে সাথী বানু (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের দুবলহাটি বাজারে পাশে ডাকাতপাড়া এলাকার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূ বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার যোগীপুকুর গ্রামের শহিদুল হকের মেয়ে। সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নে বালাগাড়ী গ্রামের আকরাম হোসেনের স্ত্রী। দুবলহাটি বাজারে আকরাম হোসেনের একটি স্টেশনারি দোকান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার স্বামী-স্ত্রী ঢাকায় বেড়াতে গিয়েছিল। পরদিন রোববার (১৬ জানুয়ারী) সারাদিন স্ত্রীকে নিয়ে সান্তাহার যোগীপুকুর গ্রামের শ^শুর বাড়ি ছিলেন আকরাম হোসেন। দিন শেষে সন্ধ্যার পর মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তারা। এসময় দুবলহাটির ডাকাতপাড়া এলাকায় পৌঁছলে তাদের পথরোধ করা হয়। একসময় দূর্বত্তরা সাথী বানুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান। এসময় আকরাম হোসেন সেখানে অচেতন হয়ে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। হত্যাকান্ডটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।
আকরাম হোসেন এর আত্মীয় মোজাম্মেল বলেন, তার প্রথম স্ত্রী লিভার জন্ডিস হয়ে মারা যায়। দ্বিতীয় স্ত্রী সাত মাসের অন্তঃস্বত্ত্বা ছিল। মায়ের বাড়ি সাদ খেয়ে তারা বোনের বাড়ি যায় সেখানে দ্বিতীয় স্ত্রী মারা যায়। এরপর তৃতীয় স্ত্রী শুনলাম দূর্বত্তরা তাদের পথরোধ করে হত্যা করেছে। কেন তাকে হত্যা করেছে দূর্বত্তরা সেটা আকরাম হোসেন বলতে পারবেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সকালে সংবাদ পেয়ে সড়কের পাশ থেকে সাথী বানুর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। ওই গৃহবধূর মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে নিহতের বাবা শহিদুল হক বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।