1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের ওপর হামলা!রোগী হাসপাতাল থেকে উধাও
বাংলাদেশ । মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ।। ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের ওপর হামলা!রোগী হাসপাতাল থেকে উধাও

রুহুল আমিন:
  • প্রকাশিত: বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২৮৯ বার পড়েছে

নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের ২য় ধাপে ইউপি নির্বাচনে গত, সোমবার রাতে স্বতন্ত্র প্রার্থীর চশমা মার্কার প্রচার চালানোর সময় সাইফুল ইসলাম (৫০) নামের কর্মী সমর্থকের ওপর রাতের-আধারে হামলা চালানো হয়েছে। নৌকা প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর অন্তত ৩জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম নামে এক বৃদ্ধ ব্যাক্তিকে নওগাঁ সদর হাসপাতালে সার্জারী ওয়াডে ভর্তি করা হয়েছে।

পরে গত, মঙ্গলবার সকালে রোগী সাইফুল ইলামের মোবাইল ফোনে কেউ একজন মৃত্যুর হুমকি দিলে মৃত্যুর ভয়ে তিনি হাসপাতাল থেকে পালিয়ে নিজ বাড়িতে ফিরে আসে। ওদিকে অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। এ ছাড়া ভাঙচুর করা হয়েছে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের একটি মোটরসাইকেল। ঘটনাটি ঘটেছে গত, সোমবার সন্ধ্যার পর সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের শৈলকোপা গ্রামের বাজার এলাকায়।

স্বতন্ত্র প্রার্থী (চশমা মার্কা) দেওয়ান নুরুল্লাহ্ বাবুর অভিযোগ, সোমবার সন্ধ্যার পর একটি মোটরসাইকেলে আমার কর্মী সমর্থকরা ইউনিয়নের নিজ এলাকায় নির্বাচনী প্রচার চালানোর জন্য বের হন সাইফুল ইসলাম,রফিকুল ইসলাম ও নিশান মন্ডল নামে ৩জন কর্মী সমর্থক। প্রচারকালে শৈলকোপা গ্রামের বাজারের সামনে পৌঁছলে ওত পেতে থাকা সম্ভবত নৌকা প্রার্থীর সমর্থকরা তার সমর্থকদের ওপর অতর্কিতে হামলা চালায়। তাদের রড ও লাঠি দিয়ে মারধর করে।

এ সময় তারা জীবনের ভয়ে প্রচারের কাজ বাদ দিয়ে সেখান থেকে পালিয়ে যান, পরে আমরা গিয়ে সাথে সাথে গুরুতর জখমী আমার কর্মী-সমর্থক রোগী সাইফুলকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাই। মনে হয় নৌকার সমর্থকরা তাদের একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় আমার ৩জন কর্মী আহত হয়েছেন। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এবং থানার ওসিকে বিষয়টি জানিয়েছেন তিনি। এদিকে শিকারপুর ইউপির আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী কাজী রুকুনুজ্জামান (টুকু) তার সমর্থকদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, এখানে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার-প্রচারনা চলছে। শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করে ফায়দা লোটার জন্যই তারা হামলা, ভাঙচুর চালিয়ে আমার কর্মী-সমর্থকদের ওপর এ মিথ্যা দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছেন।

এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম (জুয়েল) বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কেউ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নওগাঁ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আর,এমও ডাঃ আনছার আলী বলেন, গত, মঙ্গলবার সকালে হাসপাতালের ৭ তলার সার্জারী ওয়াডের মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত রোগী সাইফুল ইসলামকে ডাক্তাররা রাউন্ডে দেখতে গেলে তাকে বহু খোজাখুজির পর আমরা তাকে চিকিৎসার কাগজ-কলমে পলাতক লিখতে ব্যধ্য হই।
এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দীন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD