“মুজিববর্ষের উদ্দীপন আনসার ভিডিপি আছে সারাক্ষণ” এ স্লোগান নিয়ে নওগাঁয় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরাই মন্ত্রে উজ্জীবিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নওগাঁ জেলা কমান্ড্যান্ট জহুরুল ইসলামের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা জি.এস. রাব্বানীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের পরিচালক ও রেঞ্জ কমান্ডার রাসেল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বগুড়া জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন জয়পুরহাট জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিন প্রমুখ। আলোচনা সভা শেষে
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় বক্তারা প্রাকৃতিক দুর্যোগ, নির্বাচন, পূজাসহ বিভিন্ন ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অগ্রণী ভূমিকা পালন করার কথা তুলে ধরে তাদের এই কর্মকান্ড অব্যাহত রেখে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান। তবে সরকার প্রান্তিক পর্যায়ের এই বাহিনীর
জীবনমান আরো আধুনিকায়ন করার লক্ষ্যেও নানা পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানান বক্তারা। পরে জেলায় কর্মরত বাহিনীর বিভিন্ন সদস্যদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।