1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
দোয়ারাবাজারে সন্ত্রাসী কায়দায় দোকান ভাঙ্গচুর ও লুটপাটের তাণ্ডব
বাংলাদেশ । শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ ।। ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
ব্রেকিং নিউজ

দোয়ারাবাজারে সন্ত্রাসী কায়দায় দোকান ভাঙ্গচুর ও লুটপাটের তাণ্ডব

এনামুল কবির মুন্না :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫০ বার পড়েছে

সুনামগঞ্জের দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়নে সন্ত্রাসী কায়দায় নিরীহ পরিবারের দোকানে হামলা,ভাঙচুর ও লুটপাটের তাণ্ডব চালানো হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,উপজেলার নরসিংপুর ইউনিয়নের সুনাইত্যা গ্রামের ব্যবসায়ী মৃত আছকির আলী’র পুত্র আলী আকবরের সাথে নির্বাচনী বিরোধ কালাপশি গ্রামের জমির আহমদের পুত্র শামীম আহমদ,সিরাজপুর গ্রামের মৃত মখলিছ আলী’র পুত্র মনোয়ার আলী মনর গংদের সাথে। এরই জেরেধরে সোমবার সকালে শামীম আহমদ গংদের নেতৃত্বে একদল অস্ত্র ধারী লাঠিয়াল বাহিনী আলী আকবরের দোকানে হামলা চালায়। এসময় দোকান ঘরটির দেয়াল ভাঙচুর ও লুটপাটের তাণ্ডব চালানো হয়েছে। যার লাইভ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়।

এ ঘটনায় দোয়ারাবাজার থানায় ১২ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী দোকান মালিক।অভিযোগে আসামীরা হলেন, শামীম আহমদ,মনোয়ার আলী,আতিক মিয়া,আহমদ,নুর আহমদ,শহীদ আলী,এখলাছ মিয়া,ছাদিক মিয়া,মুজিব মিয়া,ইকবাল হোসেন,লিয়াকত আলী।

এব্যাপারে দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমি দোকান ঘরটি ভাঙ্গচুর করতে বাধা দেই, তারা আমার কথা অমান্য করে দোকান ঘরটি ভাঙ্গচুর করে মালামাল নিয়ে যায়। তখন আমি মোবাইল দিয়ে ভাংঙ্গচুরের একটি ভিডিও লাইভ করেছি তখন ভিডিও লাইভ করতেও আমাকে বাধা দেওয়া হয়েছিল। ঘটনার ভিডিও সংরক্ষিত রয়েছে। এ ব্যপারে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, এ ব্যপারে থানায় অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনী ব্যবস্তা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD