সুনামগঞ্জের দোয়ারাবাজারে মসজিদ মাগরীবের আযান দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে মোঃ শামছুন নূর নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধায় ৬ টা ৪৫ মিনিটে উপজেলার দোহালিয়া ইউনিয়নের সোনাইনগর জামে মসজিদে মাগরীবের নামাজের জন্য মসজিদে আযান দিতে গিয়ে মোঃ শামছুন নূর(৬৫) মাউথপিসে ধরলে বিদ্যুস্পৃষ্ট হয়ে মসজিদের ভিতরেই মৃত্যুবরণ করে। শামছুন নূর জীবনপুর (সোনাইনগর) গ্রামের মৃত রোয়াব উল্লার ছেলে। পুলিশ সুত্র জানা যায় বুধবার বিকালে বাজার সদাই করে নিজ নৌকাযোগে বাড়ি ফেরার পথে স্থানীয় সোনাইনগর জামে মসজিদের ঘাটে নৌকা লাগাইয়া মাগরীবের নামাজের জন্য একাকী মসজিদে ভিজা অবস্থায় আযান দিতে গিয়ে মাউথপিসে ধরলে বিদ্যুস্পৃষ্ট হয়ে মসজিদের ভিতরেই মৃত্যুবরণ করেন তিনি। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, মসজিদে আযান দিতে গিয়ে মাউথপিসে ধরলে বিদ্যুস্পৃষ্ট হয়ে মসজিদের ভিতরেই মৃত্যুবরণ করেন শামছুন নূর।