দোয়ারাবাজারে উপজেলার বোগলা ইউনিয়নে চিলাই নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০০০০/-(পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা সহকারী ভূমি ফয়সাল আহমদ এই অর্থদণ্ড দেন। দোয়ারাবাজার উপজেলা সহকারী ভূমি ফয়সাল আহমদ জানান, সরকারি নির্দেশ অমান্য করে চিলাই নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন করে আসছিলেন।পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীরকে পঞ্চাশ হাজার জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন।