বরগুনার পৌর শহরের গোলাম সরোয়ার রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। গতকাল (৮ মার্চ ) মঙ্গলবার দুপুর ১ টার দিকে গোলাম সরোয়ার রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান ঘরের সামনে পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ ব্যবসায়ীদের মাঝে জন প্রতি ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন এসময় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ, জেলা গোয়েন্দা সংস্থা ( ডিবি) অফিসার ইনচার্জ আবিদুর রহমান, প্যানেল মেয়র রইসুল আলম রিপন, সদর থানার সেকেন্ড অফিসার মোঃ জাহিদ হোসেন মিয়া। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুলিশ সুপারের আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য গত ৭ মার্চ রাত ১০ টার দিকে বরগুনা শহরের গোলাম সরোয়ার রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে ১৫ টি দোকান আগুনে পুরে ছাই হয়ে যায়।