সুনামগঞ্জের দোয়ারাবাজারে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দোয়ারাবাজার উপজেলার চকবাজারে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজন ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হাবিব মির্জার সঞ্চালনায় মকবুল হোসেন ভান্ডারির সভাপতিত্বে বক্তব্য রাখেন,আব্দুল কাদির, সিকান্দর আহমদ, আব্দুল মতিন,এ আর খোকন, শাহআলম,ফজল করিম, মজিবুল হক,আবুল কাশেম, মোসলেম মিয়া, আব্দুর রহিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, চকবাজার এলাকায় ভূমিদস্যু নুরুল ইসলাম মিথ্যা মামলা দায়ের করে মানুষদের হয়রানি করছেন। বাজারের সকল ব্যবসায়ীদের ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে ক্ষতিগ্রস্ত করছেন। নুরুল ইসলাম এলাকায় ভূমিদস্যু ও মামলাবাজ হিসেবে পরিচিত। বিভিন্ন সময় প্রতারণা করে অনেকে জায়গা দখল করার চেষ্টা করেছেন। এই নুরুল ইসলামের হাত থেকে এলাকাবাসী কে রক্ষা করার আহ্বান জানান বক্তারা।