এক জনে যে কাজ একা করা কঠিন ও দুর্বোধ হয়ে উঠে দশ জনে মিলে সে কাজ করলে অতি সহজেই তা করা সম্ভব। সমাজ দেশ তথা রাস্ট্রের বড় বড় গুরুত্বপূর্ণ কাজগুলো উর্ধ্বতন নীতি নিধার্রকদের সহযোগিতার পাশাপাশি সমবায় সমিতির মাধ্যমে করা সম্ভব হয়েছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সমবায়ের ভূমিকা অপরিসীম। এছাড়া, সমবায় সমিতিতে যারা যুক্ত থাকে তাদেরকে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সাথে চলতে হয় বিধায় তাদেরকে সবাই সম্মান করে। সমবায়ে যুক্ত থাকার ফলে তাদেরকে সামাজিক ব্যক্তি তথা ভালো হিসেবে আখ্যায়িত করা হয়।
উপরোক্ত কথাগুলো বলেন কুমিল্লা-৫ আসনের এমপি এড. আবুল হাসেম খান। তিনি গতকাল ১৫ ফেব্রুয়ারি বুড়িচং উপজেলা পরিষদ হল রুমে বিআরডিবির আওয়াতাধীন বুড়িচং উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লি: এর ৪২ তহম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, ইউএনও মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন, উপসহকারি (ভূমি) মো. ছামিউল ইসলাম মোসা. লাভলী আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবদুল আউয়াল, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খঁান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা রাসেল সারোয়ার। উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লি: এর সভাপতি মো. শরীফূল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আবদুস ছালাম খন্দকার, সমবায়ী ব্যক্তিত্ত্ব মো. তফাজ্জল হোসেন, সহ-সভাপতি সুপার সফিকুল ইসলাম ভুইয়া। এসময় মো. বাদল খা মেম্বার, মো. রবিউল আলম রবু মেম্বার, আবুল খায়ের সহ উপজেলা বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।