কুমিল্লা দেবীদ্বারে নিউয়ার্ক প্রবাসি মানবতার ফেরিওয়ালা নামেখ্যাত ডাঃ ফেরদৌস খন্দকারের অর্থায়নে দেবীদ্বার উপজেলায় গ্রামীন পিছিয়ে পরা নারীদের স্বাবলম্বী করার লক্ষে ফ্রী প্রশিক্ষন ও সেলাই মেশিন বিতরন করেছে শেখ রাসেল ফাউন্ডেশন।শনিবার সকালে দেবীদ্বার সদরে অবস্তিত শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার উপজেলা শাখা কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে উপজেলার বড় শালঘরে এবং ইউসুফপুরে ফ্রী প্রশিক্ষন ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে সেলাই মেশিন বিতরন করেছে সদস্য’রা।
শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার উপজেলা শাখার আহবায়ক রাশেদা আক্তারের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ আব্দুর রহমান ভুইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শেখ রাসেল ফাউন্ডেশন নিউয়ার্ক শাখার সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকার, বিশেষ অতিথি ছিলেন শেখ রাসেল ফাউন্ডেশন নিউয়ার্ক শাখার সাধারণ সম্পাদক আল-আমিন বাবু, দেবীদ্বার এস.এ সরকারি কলেজের সাবেক জি.এস এনায়েত করিম। অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার শাখার যুগ্ম আহবায়ক শাহিনুর আক্তার লিপি, কাউছার হায়দার, সমির কুন্ড, সারমিন আক্তার রিমা, আয়শা আলী মুক্তা, মোঃ মনিরুল ইসলাম, নুরুননেহার এবং প্রিন্ট-ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।