দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগ’র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল লতীফ সরকারের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গুনাইঘর(উঃ) ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গুনাইঘর দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ওই অনুষ্ঠান করা হয়।গুনাইঘর (উঃ) ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোকবল হোসেন মুকুল’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ওবায়দুল হক রাসেল’র সঞ্চালনায় উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ’র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মমিন সরকার, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মোঃ সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী বিন সালাম, বিকাশ কুমার দাস, কাজী গ্রæপের জিএম যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার গাজী রাসেল বিন সালাম, হাজী আব্দুল বারেক মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম আউয়াল কমিশনার, সেকান্দর আলী সরকার, মাওলানা লিয়াকত আলী, মরহুমের পুত্র গাজী আসিফ বিন লতিফ, উপজেলা তাতীলীগ’র সদস্য সচিব মোঃ মোস্তফা কামাল প্রমূখ।
প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, প্রয়াত আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সরকার একজন সাচ্ছা দেশপ্রেমিক জনবান্ধব নেতা ছিলেন, তার কর্মজীবন অত্যন্ত বর্নাঢ্য ও অনুকরনীয় ছিল। তিনি ৬৬’র ৬দফা, ৬৯’র ১১দফার গনআন্দোলন এবং ৭১’র মুক্তিযুদ্ধে অগ্রসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।
আলোচনা শেষে মুহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।