কুমিল্লা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর এর সার্বিক তত্ত্বাবধানে, কুমিল্লা দেবিদ্বারের পৃথক দুই এলাকায় অভিযানে, মদ গাজা সহ ৩ জন ও দস্যুতা সংগঠনকালে কুখ্যাত ১ ডাকাত গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত মঙ্গলবার(১৯ জুলাই) কুমিল্লা সিলেট মহাসড়কের সজীব ফিল্ডের সামনে থেকে ভারতীয় নাগরিক রাজা পাল (৩৩), শরীরে বিশেষ কায়দায় ০৩ কেজি গাঁজা বহনকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মহিলা মাদক ব্যবসায়ী হোসনা আক্তার(৩৫)কে গ্রেফতার করের আদালতে প্রেরন করেছে।
অপরদিকে উপজেলা ফুলতলী গ্রামের ফুলতলী বামনীসাইর রোডের রিফাত পল্ট্রি ফার্মের পাশে রাস্তায় রশি বেঁধে দস্যুতা সংগঠনকালে ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আল-আমিন(২৮) গ্রেফতার দস্যুতার কাজে ব্যবহিত ১টি ধোরালো ছেনী, ১টি রশি এবং নগদ ৭০০টাকা, ১টি সিএনজি ও ১টি মটরসাইকেল উদ্ধার করে ডাকাত আল-আমিনকে আদালতে প্রেরন করা। গ্রেফতারকৃত ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।