দিনাজপুরের ৩ হাজার পিচ ইয়াবা সহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১১টায় দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাজিউর রহমান এর নেতৃত্বে একটি টিম দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলাধীন পাঁচবাড়ী নামকস্থানে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এসময় তার শরীরে থাকা ব্যাগ থেকে ৩ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত ঐ নারী দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর ভাটপাড়া গ্রামের মোঃ শাহাজাহান সরকার ওরফে কবিরাজ এর স্ত্রী আরিফা বেগম (৪৯)।আটক নারীর স্বামী শাহাজাহান সরকার কবিরাজের নামেও ৮ থেকে ১০টি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।তার (কবিরাজ) পুরো পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রাথমিক জিজ্ঞাসা বাদে ঐ নারী জানান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবাড়ী বাজারে ঢাকা থেকে আসা শ্যামলী কোচে অভিযান পরিচালনা করি।অভিযানকালে ৩ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়।আটক নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঢাকা থেকে বিভিন্ন যাত্রীবাহী কোচে মাদকদ্রব্য নিয়ে এসে স্থানীয়ভাবে যুব সমাজের মাঝে বিক্রি করার কথা স্বীকার করেছে।সে ইতিপূর্বে বহুবার এভাবে মাদকদ্রব্য নিয়ে আসত।
আটক নারীকে কোতয়ালী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর লোকমান হোসেন বাদী হয়ে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।