দিনাজপুরের চিরিরবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা,পালসার মটর সাইকেল ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি কে আটক করেছে র্যাব ১৩।র্যাব ১৩,দিনাজপুর ক্যাম্প সুত্র প্রেস ব্রিফিং এ জানায়, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ঘুঘড়াতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এছাড়া মাদক বিক্রয়ের নগদ ৩০৪৮০/- টাকা,৪টি মোবাইল সেট ও একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন,ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বালিয়া এলাকার মৃত বেদন মিয়ার ছেলে মোঃ হাবিবুর রহমান ওরফে চৌধুরী (৪৭),নওগা জেলার বদলগাছি উপজেলার সরমাপুর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ রুবেল হোসেন (৩৪) এবং দিনাজপুর জেলার সদর উপজেলার খামার ঝাড়বাড়ি মাহুদপাড়া এলাকার মৃত খবির উদদীন এর ছেলে মোঃ রায়হান হিপ্পু (৩৪)।
আটককৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে চিরিরবন্দর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে এবং তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব ১৩ দিনাজপুর ক্যাম্প সুত্র।