দিনাজপুরের ঘোড়াঘাটে ইজিবাইক চালক মোনারুল ইসলামের হত্যাকান্ডে জড়িতদরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ ই সেপ্টেম্বর) সকালে ঘোড়াঘাট উপজলোর রানীগঞ্জ বাজারে দিনাজপুর-বগুড়া আঞ্চলিক সড়ক বাংলাদেশ অটো বাইক শ্রমকি কল্যাণ সোসাইটি,রানীগঞ্জ শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,নারী নেত্রী কোহিনুর আক্তার,মোনারুল ইসলামের বাবা বাবু মিয়া,উক্ত সংগঠনের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম,ক্রীড়া সম্পাদক রিমন মিয়া,আইন বিষয়ক সম্পাদক তাজমিনুর রহমান,কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা,জুলফিকার রহমান বাবু প্রমুখ।
উল্লেখ্য,গত ২৬ আগস্ট বিকালে মোনারুল ইসলাম রোজগারের উদ্দেশ্য ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হলে দূর্বৃত্তরা কোন এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করে।এর পররে দিন সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর নামক স্থান থেকে তার লাশটি উদ্ধার করে থানা পুলিশ এবং হত্যাকান্ডে জড়িত ৬ জনের মধ্যে ৪ জনকে আটক সক্ষম হয়।