নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
গ্রেপ্তার ব্যক্তির নাম অমল চন্দ্র রায় ওরফে ভেকু (২৩)। সে কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলী (নেতার বাজার) গ্রামের তেলেঙ্গা রায়ের ছেলে।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে রংপুর জেলার গঙ্গাচড়া থানার নোহালী ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ফোটামাটি গ্রামে আত্মীয়ের বাড়িতে আত্মগোপনরত অবস্থায় তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্প ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল উক্ত হত্যা মামলার অন্যতম প্রধান আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
প্রেস রিলিজে আরও বলা হয়েছে যে, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এছাড়াও নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, প্রতারক, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে র্যাবের ব্যাপক অভিযান অব্যাহত থাকে। তাই এই ঘটনাতে তৎপর হয় র্যাব।