অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি তরুণ ও জেরুজালেমের পুরনো শহরে এক নারীকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।বৃহস্পতিবার ইসরাইলি পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।রয়টার্সের খবরে বলা হয়,পশ্চিম তীরের নিকটবর্তী শহর জেনিনে ইসরাইলি সেনারা ও আধাসামরিক পুলিশ অভিযান চালানোর সময় এক ফিলিস্তিনি তাদের দিকে গুলি ছুড়লে পাল্টা গুলিতে সে নিহত হয়।
ফিলিস্তিনি চিকিৎসা কর্মীরা ২২ বছর বয়সী ওই তরুণের মৃত্যুর কথা নিশ্চিত করেছে।ফিলিস্তিনের ইসলামিক জিহাদ এক বিবৃতিতে বলেছে,নিহত তরুণ তাদের সদস্য ছিল এবং ইসরাইলি বাহিনীর অভিযানকালে সে নিহত হয়।এদিকে জেরুজালেমের পুরনো শহরে ইসরাইলি পুলিশ কর্মকর্তারা ফিলিস্তিনি এক নারীকে গুলি করে হত্যা করেছে।
পশ্চিম তীরের বাসিন্দা ওই নারী ইসরাইলি পুলিশ কর্মকর্তাদের ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছে তারা। গত রোববার পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীগুলো পাঁচ ফিলিস্তিনিকে হত্যার পর সৃষ্ট উত্তেজনাকর পরিস্তিতির মধ্যে এ সহিংসতার ঘটনা ঘটল।