কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন অবৈধ গাড়ি ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ি জব্দ করে মামলা দায়ের করে থানায় হেফাজতে নেয়।জব্দকৃত এসব গাড়ি দীর্ঘদিন থেকে থানায় অবহেলা আর অযত্নে পড়ে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে।
সরেজমিন বুধবার সকালে থানা কমপ্লেক্সে গিয়ে দেখা যায়,থানা চত্ত্বরের ভেতরের খোলা আকাশের নিচে পুলিশের অভিযানে জব্দকৃত ট্রাক,লড়ি,সিএনজি,পিকআপ,প্রাইভেটকার ও বিভিন্ন ব্র্যন্ডের মোটরসাইকেল পড়ে আছে।রোদ-বৃষ্টিতে গাড়িগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে।
এসব গাড়ি পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন হওয়ায় এবং অন্যান্য অভিযানে জব্দ করে থানায় নিয়ে আসে।দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ থানার ভেতর এসব গাড়িগুলো পড়ে আছে।জব্দকৃত এসব গাড়িগুলো আদালতের নিয়ন্ত্রনে থাকে।এসব গাড়িগুলো থানায় রাখার জায়গা সংকীর্ণ করছে।এসব জব্দকৃত গাড়িগুলো নিলামে বিক্রি না করায় সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে।