1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
তাহিরপুর সীমান্তে দ্বিতীয়বারের মতো বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১
বাংলাদেশ । শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুর সীমান্তে দ্বিতীয়বারের মতো বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১

মোঃ আতিকুর রহমান:
  • প্রকাশিত: সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৬০৩ বার পড়েছে

ভারতীয় ৪ বোতল মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র অধীনস্থ টেকেরঘাট বিওপির টহল দল। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম জনিক মিয়া(২২)। সে তাহিরপুর উপজেলার বড়ছড়া গ্রামের মোঃ জিলু মিয়ার ছেলে।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ১৮ই জুলাই রাত আনুমানিক ৮ ঘটিকায় তাহিরপুর উপজেলাস্থ ট্যাকেরঘাট বিওপির হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ১১৯৮/৮-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট থেকে ০৪(চার) বোতল ভারতীয় মদসহ তাকে আটক করে।

এর আগে গত ১৭ই জুলাই ৮ বোতল ভারতীয় মদ সহ জাহের আলী(২০) নামীয় অপর এক চোরাকারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় চানপুর বিওপির টহল দল। দুই দিনে আটককৃত মালামালের সিজার মূল্য ১৮০০০/- টাকা।উল্লেখ্য গত ৭ এপ্রিল ২০২১ ইং থকে সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন আওতাধীন এলাকায় বিজিবি

অভিযান চালিয়ে কয়েক কোটি টাকার অবৈধ ভারতীয় মালামালসহ এসব পন্য বহনকারী বেশ কয়েকটি ইজিবাইক, মোটর সাইকেল, ইঞ্জিন চালিত ষ্টিল বডি নৌকা, ছোট বারকি নৌকা আটক করতে সক্ষম হলেও কোন চোরাকারবারিকে গ্রেফতার করতে পারেনি তারা । বিগত ছয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো কোন আসামীকে ধরতে সফল হয়েছে তারা।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তসলিম এহসান পিএসসি মাদক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বর্ণিত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD