ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ধানক্ষেতের মাঠ থেকে বিরল প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার(২ ডিসেম্বর) সকালে উপজেলার লেহেম্বর ইউনিয়নের পদমপুর গ্রাম থেকে ওই শকুনটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল উপজেলা বন কর্মকর্তা শাহজাহান।
যানা যায়, দুপুরের দিকে পদমপুর গ্রামের ধানক্ষেতে শকুনটি দেখতে পায় গ্রামবাসী। পরে গ্রামবাসী শকুনটি ধরে রানীশংকৈল উপজেলা চত্বরে নিয়ে আসে। তবে স্থানীয়দের ধারনা শকুনটি পাশ^বর্তী ভারত সীমান্ত পার হয়ে ক্লান্ত হয়ে পড়ে যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ তাৎক্ষণিকভাবে বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে উপজেলা বন কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থাগ্রহন করতে বলেন।
রাণীশংকৈল উপজেলা বন কর্মকর্তা শাহজাহান আলী জানান,শকুনটিকে প্রাথমিক চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে দিনাজপুরের বীরগঞ্জ সিংড়া ফরেস্ট-বীটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অতি দ্রæত বিরল প্রজাতির শকুনটিকে সংরক্ষণের জন্য সেখানে পাঠানো হবে।