1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ
বাংলাদেশ । বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ

কালজয়ী ডেস্ক :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২৮ বার পড়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্ততি ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।ম্যাচ দুটি হবে আবু ধাবিতে।তবে বিশ্বকাপের ভেন্যু শেখ জায়েদ স্টেডিয়ামে নয়,প্রস্তুতির ম্যাচ দুটি হবে নবনির্মিত আবু ধাবি ক্রিকেট ওভাল ১ ও ২ নম্বর মাঠে।

আগামী ১২ অক্টোবর ওভাল-২ মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা,১৪ অক্টোবর ওভাল-১ মাঠে প্রতিপক্ষ আয়ারল্যান্ড।শেখ জায়েদ স্টেডিয়ামের ওপর চাপ কমাতে ঠিক পাশেই এই মাঠ দুটি তৈরি করেছে আবু ধাবি ক্রিকেট। ইংল্যান্ডের কাউন্টি মাঠগুলো ও ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালের মডেলে এই মাঠ দুটি বানানো হয়েছে।

গ্যালারিতে রাখা হয়েছে সবুজ ঘাসের গালিচা।খেলা দেখতে পারেন ১২ হাজারের মতো দর্শক।এই দুটি ম্যাচ ছাড়াও বাংলাদেশের আন অফিসিয়াল আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ৮ অক্টোবর,ওমানে।বিশ্বকাপ অভিযানে আগামী রোববার ঢাকা ছাড়বে মাহমুদউল্লাহর নেতৃত্বে বাংলাদেশ।

যাওয়ার আগে দুই দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে দলকে।ওমানে যাওয়ার পর রুম কোয়ারেন্টিন এক দিনের।কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে আগামী মঙ্গলবার থেকে ওভালে অনুশীলন করতে পারবে দল।তিন দিন অনুশীলনের পর ওমানে প্রস্তুতি ম্যাচ।

এরপর অফিসিয়াল প্রস্ততি ম্যাচ খেলতে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল।সেখানে এক দিন কোয়ারেন্টিন শেষে এক দিন হবে অনুশীলন।দুটি প্রস্ততি ম্যাচ খেলে দল আবার ওমানে ফিরবে ১৫ অক্টোবর।এবার এক দিন অনুশীলনের পরই শুরু বিশ্বকাপের লড়াই।

১৭ অক্টোবর প্রথম ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।এরপর ১৯ অক্টোবর খেলা স্বাগতিক ওমানের সঙ্গে,২১ অক্টোবর পাপুয়া নিউ গিনির বিপক্ষে।প্রথম পর্ব উতরাতে পারলে সুপার টুয়েলভ খেলতে ২২ অক্টোবর আবার আমিরাতে যাবে দল।এই দফায়ও একদিনেন কোয়ারেন্টিন শেষে শুরু অনুশীলন পর্ব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD