টানা চার ম্যাচে হেরে বছর শেষ করল লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদ। বুধবার দিবাগত রাতে গ্রানাডার মাঠে হেরেছে ২-১ গোলে। এ নিয়ে লা লিগায় তাদের টানা চতুর্থ হার। এর আগে ২০১১ সালে সর্বশেষ তারা টানা চার ম্যাচে হেরেছিল। এরপর আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে দায়িত্ব নেওয়ার পর কখনো টানা চার ম্যাচে হারেনি অ্যাতলেতিকো। ১০ বছর পর এমন হারে লজ্জার মুখে পড়ায় চাপ বেড়েছে সিমিওনের ওপরও।
টানা হার, এতে পয়েন্ট টেবিলেও অবনতি হয়েছে তাদের। ১৮ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে তারা। সমান ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে গ্রানাডা আছে দ্বাদশ স্থানে। গ্রানাডার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে গিয়েছিল অ্যাতলেতিকো। এ সময় জোয়াও ফেলিক্স বক্সের কোণা থেকে নিচু শটে বল জালে জড়ান। তবে লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অ্যাতলেতিকো। ১৫তম মিনিটে গোল করে সমতা ফেরান গ্রানাডার ডারউইন ম্যাচিস। বিরতির পর ৬১তম মিনিটে গ্রানাডার হোর্হে মোলিনা গোল করে এগিয়ে নেন গ্রানাডাকে। শেষ পর্যন্ত এই গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়।