টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭প্রার্থী। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ, জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম জহির, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির মো. গোলাম নওজব পাওয়ার চৌধুরী, বাংলাদেশ কংগ্রেস পার্টির শ্রী মতি রুপা রায় চৌধুরী, বৈরাবরি পার্টির পীর সৈয়দ আলমগীর এবং স্বতন্ত্র প্রার্থী দুই জন মো. নুরুল ইসলাম নুরু এবং মো. আরজু মিয়া।
টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ এইচ এম মো. কামরুজ্জামান জানায়, আগামী ১৬ জানুয়ারি টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় শূন্য আসনের উপনির্বাচন। (১৫ ডিসেম্বর) বুধবার ছিল মনোয়নপত্র দাখিলের শেষ দিন। মোট ৭ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে গ্রহণের লক্ষে নির্বাচন কমিশনের সকল প্রকার প্রস্তুতি রয়েছে।
উল্লেখ্য, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর শারীরিক অসুস্থ্য হয়ে মারা যান। তিনি মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়ে যায়। ২৫ নভেম্বর নির্বাচন কমিশন আসনটির নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ১৫ ডিসেম্বর মনোয়নপত্র দাখিলের শেষ দিন, ২০ ডিসেম্বর যাচাই বাছাই, ২৭ ডিসেম্বর প্রত্যাহার, ২৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ১৬ জানুয়ারি ভোট গ্রহণ। এখানে প্রথম বারের মত ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে।