টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলায় ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ (মাদকদ্রব্য) কবির হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। সেসময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল, মোবাইল হ্যান্ডসেট ও মাদক বিক্রির নগদ ৯ হাজার ৫শত টাকা জব্দ করে পুলিশ।
শুক্রবার ভোর ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার লতিফপুর ইউনিয়নের বান্দাচালা গ্রামের মিজানুর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে উক্ত মাদকসহ কবির নামক ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী মির্জাপুর থানার এসআই মো. আবুল বাশার মোল্লা। তবে বাড়ির মালিক মিজানুর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন।
গ্রেপ্তারকৃত কবির উপজেলার লতিফপুর ইউনিয়নের শামছুল হক ও পলাতক মিজানুর রহমান একই এলাকার আতাউর রহমান লেবুর ছেলে। তাদের উভয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইতোপূর্বেও মামলা ছিল বলে মির্জাপুর থানা সূত্রে জানা গেছে।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিজাউল হক বলেন,গ্রেপ্তারকৃত কবিরকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আমাদের বিশ্বাস এ ঘটনার মধ্যদিয়ে মাদক কারবারি চক্রের অন্যান্য হোতাদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।